'অপা'য় পৌঁছাল ইডি

author-image
Harmeet
New Update
'অপা'য় পৌঁছাল ইডি

নিজস্ব সংবাদদাতাঃ শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়  ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'য় পৌঁছাল ইডি। সাতসকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ৬টি গাড়ির কনভয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থ চট্টোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে তল্লাশি চালাবে তাঁরা।



 ইডি সূত্রে খবর, ২০১২ সালে 'অপা'র জমি কেনেন পার্থ-অর্পিতা। ২০২০ সালে সেই বাড়ির মিউটেশন হয় অর্পিতার নামে।