টোকিও অলিম্পিকঃ কোভিড পজিটিভ হয়েছেন দু’জন অ্যাথলিট, জানালেন আয়োজকরা

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকঃ কোভিড পজিটিভ হয়েছেন দু’জন অ্যাথলিট, জানালেন আয়োজকরা

নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিক শুরুর প্রাক্কালে অনুরাগীদের জন্য ফের দুঃসংবাদঅলিম্পিক ভিলেজে থাকা দু’জন অ্যাথলিট কোভিড পজিটিভ হয়েছেনবৃহস্পতিবার আয়োজকদের তরফ থেকে একথা জানানো হয়েছেতবে প্রকাশ করা হয়নি দুই অ্যাথলিটের নামদু'জন অ্যাথলিট সহযোগে আয়োজকরা মোট ১২টি নতুন কোভিড কেসের কথা এদিন জানিয়েছেনতবে এজন্য অলিম্পিকের সূচিতে কোনও পরিবর্তন হয়নিকোভিড আবহে ২৩ জুলাই, শুক্রবার থেকেই শুরু হতে চলেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’