নিজস্ব সংবাদদাতা: বালুচিস্তানের লাসাবেলা এলাকায় পাকিস্তানের কোয়েট্টা কর্পসের লেফ্টনেন্ট কমান্ডার সরফরাজ আলি সহ ৬ জনের মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায়। ঘটনার সঙ্গে বালুচিস্তানের বিদ্রোহীদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে হেলিকপ্টারে সওয়ার ৬ জনেরই মৃত্যু হয়েছে। এদিকে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বালুচিস্তানের বিদ্রোহীরা ওই হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। সূত্রের দাবি, বালুচিস্তান লিবারেশন আর্মি, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও বক্তব্য জানায়নি। তবে সন্দেহ তারাই এই ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন উঠতে পারে, কেন এই কোয়েট্টা কর্পসের লেফ্টনেন্ট কমান্ডার সরফরাজ আলিকেই নিশানা করল বালুচ বিদ্রোহীরা? যার উত্তরে মনে করা হচ্ছে, যেহেতু কোয়েট্টা কর্পস সীমান্ত এলাকার উগ্রপন্থা দমনে পাকিস্তানের সেনায় বড় ভূমিকা নিয়েছে, তাই সেই ক্ষোভ থেকে বালুচ বিদ্রোহীদের নিশানা হয়ে যায় কোয়েট্টা কর্পসের কমান্ডার।