নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূল সমর্থক বলে পরিচিত অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের দাবি।