নিজস্ব সংবাদদাতাঃ ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তে নামতেই অফিসারদের কপালে ভাঁজ পড়েছে। তাঁর রসনাবিলাসের কীর্তিকাহিনি জানতে পেরে ইডি কর্তাদের চোখ কপালে উঠেছে। এই ফলাহারের খরচ সামনে আসতেই ইডি আধিকারিকরা স্তম্ভিত হয়ে পড়েছেন।সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ফলাহারের খরচ মাসে প্রায় আড়াই লক্ষ টাকা। নিউ মার্কেট থেকে তাঁর নাকতলার বাড়িতে ফল আসত। প্রাক্তন মন্ত্রীই কী কী ফল খাবেন তা বলে দিতেন। দৈনিক ফলাহারের বিল হতো সাত থেকে আট হাজার টাকা। এই তথ্য আরও বিস্তারিত জানতে তদন্তে নেমেছেন ইডি অফিসাররা। এভাবেও এসএসসি’র নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হতো বলে মনে করছেন তাঁরা। তাই এখন ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলবেন তাঁরা।