৬৫ অবধি ককপিটে পাইলটরা, সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

author-image
Harmeet
New Update
৬৫ অবধি ককপিটে পাইলটরা, সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ৫৮ নয়, এ বার ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন পাইলটরা! বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া তাদের দক্ষ পাইলটদের কর্মজীবনের মেয়াদ বাড়িয়ে তা ৬৫ বছর অবধি করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এবং বিশ্বের বিভিন্ন উড়ান সংস্থা পাইলটদের ৬৫ বছর অবধি কাজ করায় ছাড়পত্র দিয়েছে। সেই পথ অনুসরণ করেই এবার টাটার মালিকানাধীন, একদা রাষ্ট্রায়ত্ত এই সংস্থা দক্ষ ষাটোর্ধ্ব কর্মীদেরও ককপিটে বসায় সবুজ সংকেত দিতে চলেছে। সংস্থার তরফে আরও জানা গেছে, একটি বিশেষ কমিটি দক্ষ কর্মীদের কাজের মূল্যায়ন করে তার ভিত্তিতে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে অবসরের পর ৫ বছরের চুক্তিতে এই কর্মীদের পুনর্নিয়োগ করা হবে। তবে প্রতি বছরই তাদের কাজের অনুপুঙ্খ বিশ্লেষণ হবে বলে জানিয়েছে সংস্থা। একইসঙ্গে শিক্ষানবিশ পাইলটদেরও নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করেছেন সংস্থার এমডি।