ভারোত্তলনে পদকের ছড়াছড়ি, ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন হরজিন্দর

author-image
Harmeet
New Update
ভারোত্তলনে পদকের ছড়াছড়ি, ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন হরজিন্দর

নিজস্ব সংবাদদাতাঃ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মীরাবাইদের সাফল্যের ধারা বজায় রেখে মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন হরজিন্দর কউর। তিনি স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে ৯০ কেজি তুলে ফেলেন। তৃতীয় প্রচেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি ভার তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি।

              

সুতরাং স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন হরজিন্দর। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। কানাডার অ্যালেক্সিস ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন।