নিজস্ব সংবাদদাতাঃ বিমান বাহিনী খারদুং লা থেকে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত একটি সাইক্লিং অভিযান পরিচালনা করছে। এয়ার কমোডোর পঙ্কজ কুমার ৩১ শে জুলাই এই অভিযানের সূচনা করেছিলেন। দলটিতে আইএএফ-এর বিভিন্ন গঠন থেকে ২০ জন বিমান যোদ্ধা রয়েছে এবং গ্রুপ ক্যাপ্টেন এপি মেনেজেসের নেতৃত্বে থাকবেন।