খারদুং লা থেকে ভারতীয় বিমান বাহিনীর সাইকেল অভিযান শুরু

author-image
Harmeet
New Update
খারদুং লা থেকে ভারতীয় বিমান বাহিনীর সাইকেল অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতাঃ বিমান বাহিনী খারদুং লা থেকে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত একটি সাইক্লিং অভিযান পরিচালনা করছে। এয়ার কমোডোর পঙ্কজ কুমার ৩১ শে জুলাই এই অভিযানের সূচনা করেছিলেন। দলটিতে আইএএফ-এর বিভিন্ন গঠন থেকে ২০ জন বিমান যোদ্ধা রয়েছে এবং গ্রুপ ক্যাপ্টেন এপি মেনেজেসের নেতৃত্বে থাকবেন।