New Update
/anm-bengali/media/post_banners/vBG2ZyIHK67vtiW05Ctu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মানুষের সুবিধার জন্য পশ্চিমবঙ্গে বাড়ানো হচ্ছে আরও জেলা। সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণা ভেঙে নতুন জেলা হচ্ছে সুন্দরবন। উত্তর ২৪ পরগণা ভেঙে হবে ইছামতী জেলা।
আরেকটি জেলা হবে বসিরহাট সংলগ্ন জেলা (জেলার নাম ঠিক হয়নি)। এছাড়াও ৪ নম্বর জেলা হবে রাণাঘাট। বাঁকুড়া ভেঙে হবে বিষ্ণুপুর জেলা। এছাড়াও মুর্শিদাবাদ ভেঙে হবে বহরমপুর জেলা। এছাড়াও হবে কান্দি/জঙ্গিপুর জেলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us