New Update
/anm-bengali/media/post_banners/rI8otmn4nTO1viBsoebg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ৪৯ লক্ষ টাকা সহ আটক করা হয় ঝাড়খণ্ডের তিন বিধায়ককে। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার তাদের গ্রেফতার করে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ সারার পর কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে এসে পৌঁছল সিআইডিএ দল।
গুয়াহাটি থেকে এসে কলকাতার সদর স্ট্রিটের ওই হোটেলে উঠেছিল বলে সিআইডি সূত্রে খবর। উল্লেখ্য, শনিবাররাতেপশ্চিমবঙ্গে৪৯লক্ষটাকাসহগ্রেফতারকরাহয়ঝাড়খণ্ডকংগ্রেসেরতিনবিধায়কইরফানআনসারি, রাজেশকাচ্ছপএবংনমনবিক্সালকোঙ্গারিকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us