New Update
/anm-bengali/media/post_banners/yqfLUHe6AgnQ3F3j60tV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি। চলতি কমনওয়েলথ গেমসে প্রথম বাঙালি হিসেবে সোনা জিতলেন তিনি। ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে নজির গড়লেন বাংলার অচিন্ত্য। "আমার লড়াই ছিল নিজের সঙ্গে। সোনা জিততে আসিনি", সোনা জিতে চলেছেন বঙ্গ তনয়।
পশ্চিমবঙ্গের অচিন্ত্য শিউলি কমন ওয়েলথ গেমস-এ ভার উত্তোলনে ৩য় স্বর্ণপদক জিতে, গর্বের আরেক নাম হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তার এই মহান কৃতিত্বের জন্য অচিন্তা শিউলিকে অভিনন্দন ও কুর্নিশ জানায়!#WestBengalPolice4Upic.twitter.com/ooM7RhmWyV
— West Bengal Police (@WBPolice) August 1, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us