New Update
/anm-bengali/media/post_banners/CBmODNd09hB6wFyx1afo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিকসড়কদুর্ঘটনাকোচবিহারেরচ্যাংড়াবান্ধায়।পিকআপভ্যানেশর্টসার্কিটহয়েবিদ্যুৎস্পৃষ্টহয়েমৃত্যুহয়েছে১০জনের।মৃতরাসকলেইশিতলকুচিরবাসিন্দা।এছাড়াওআহতহয়েছেনআরও১৬জন।তাদেরজলপাইগুড়িসুপারস্পেশালিটিহাসপাতালেভর্তিকরাহয়েছে।
জলপাইগুড়িরজল্পেশশিবমন্দিরেযাচ্ছিলপিকআপভ্যানটি। এই ঘটনার ফলে এবার শোক প্রকাশ করলেন নবীন পট্টনায়েক। তিনি ট্যুইট করে বলেন, “পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বিদ্যুৎস্পৃষ্টে বহু মূল্যবান প্রাণ হারানোর বিষয়ে জানতে পেরে গভীরভাবে দুঃখিত। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকের এই মুহুর্তে শোকাহত পরিবারের সাথে রয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us