কলকাতার শপিং মল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী

author-image
Harmeet
New Update
কলকাতার শপিং মল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী

নিজস্ব সংবাদদাতাঃ জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে শহরের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।



অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচির আইনজীবী রাজীব কুমার। দরাদরি করে প্রথমে ৪ কোটি ও শেষপর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়। গতকাল প্রথম দফার ৫০ লক্ষ টাকা নেওয়ার সময় ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ।