নিজস্ব সংবাদদাতাঃ আগামিকাল (সোমবার) সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি প্রদর্শন করবেন ভারতীয় জনতা পার্টির সাংসদরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। আগামিকাল সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে এই ধর্না প্রদর্শন করবেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, সেই ধর্নায় উপস্থিত থাকবেন লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপি সাংসদরা। এই ধর্না প্রদর্শনের আগে সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন সুকান্ত মজুমদার। বিরোধীরা বিভিন্ন ইস্যু নিয়ে বাদল অধিবেশনে হই-হট্টগোল চালিয়ে গিয়েছে। এবার দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াতে সংসদে ধর্নায় বিজেপি সাংসদরা।