মাঙ্কিপক্স সন্দেহকে মিথ্যে প্রমাণ করলো চিকেনপক্স

author-image
Harmeet
New Update
মাঙ্কিপক্স সন্দেহকে মিথ্যে প্রমাণ করলো চিকেনপক্স

নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে ইথিওপিয়ান এক নাগরিক মাঙে্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল বেঙ্গালুরু বিমানবন্দরে।কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরের মতে, ওই যাত্রীর শরীরে কিছু উপসর্গ থাকায় টেস্ট করা হয়েছিল। তবে মাঙ্কিপক্স নয়, চিকেনপক্সে আক্রান্ত ওই ব্যক্তি। 





স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, "আক্রান্ত দেশগুলি থেকে বেঙ্গালুরু/মাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সমস্ত লক্ষণযুক্ত যাত্রীদের স্ক্রিনিং, বিচ্ছিন্ন এবং জ্বর, ঠাণ্ডা এবং ঘাম, লিম্ফ নোড ফোলা, মাথাব্যথা, পেশী ব্যথা, ক্লান্তি, গলা ব্যথা এবং কাশির জন্য পরীক্ষা করা হচ্ছে।''