New Update
/anm-bengali/media/post_banners/hTGI9bHbJOAdwvBVvbo6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা পেল ভারত। ভারতীয় ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গা পুরুষদের ৬৭ কেজি ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছেন। ফলে বার্মিংহামে ভারতের দ্বিতীয় সোনা লাভ হল। এই নিয়ে জেরিমি বলেন, 'স্বর্ণপদক জয়ের পর আমি খুশি কিন্তু আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আমি আরও ভাল পারফর্ম করার আশা করছিলাম কিন্তু দেশ চারটি সোনা জেতা একটি গর্বের মুহূর্ত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us