নিজস্ব সংবাদদাতা : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) রবিবার আইএসআইএস-এর সাথে সম্পর্কিত কার্যকলাপের সাথে সম্পর্কিত ছয়টি রাজ্যে সন্দেহভাজনদের ১৩টি প্রাঙ্গনে তল্লাশি চালায়।মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশসহ ছয়টি রাজ্যে অভিযান চলছে।
সংস্থাটি মধ্যপ্রদেশের ভোপাল এবং রাইসেন জেলায় অনুসন্ধান চালানোর পাশাপাশি গুজরাটের ভারুচ, সুরাট, নবসারি এবং আহমেদাবাদ জেলা, বিহারের আরারিয়া জেলা, কর্ণাটকের ভাটকাল এবং তুমকুর সিটি জেলা, মহারাষ্ট্রের কোলহাপুর এবং নান্দেড জেলা এবং উত্তর প্রদেশের দেওবন্দ জেলাতে হানা দেয়। এনআইএ দ্বারা ২৫ জুন আইপিসির ১৫৩ এ এবং ১৫৩ বি এবং ইউএ (পি) আইনের ১৮, ১৮ বি, ৩৮, ৩৯ এবং ৪০ ধারার অধীনে মামলাটি সুওমটো নথিভুক্ত করা হয়। রবিবারর অভিযানে বেশকিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।