New Update
/anm-bengali/media/post_banners/4BhsgBMj8zs1C3z1NmdQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদম অল্প খরচে পুজোর মধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
অল্প খরচে ঘুরে আসতে পারেন বেথুয়াডহরী বন থেকে। নানান বন্য প্রাণী ও পাখি সহ প্রকৃতির অপরূপ দৃশ্য আপনার মন জয় করে নেবে অনায়াসে। ১০ টা থেকে ৩ টে পর্যন্ত খোলা থাকে এই বন। বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে বনটি। বনে প্রবেশের মূল্য মাত্র ১০ টাকা। মাথাপিছু ২০০ টাকা করে পড়বে এই বনে খাওয়া দাওয়া মিলিয়ে ভ্রমণের খরচ।
যাত্রাপথ- শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে উঠে বেথুয়াডহরী স্টেশনে নামতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us