দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দাসপুরের চাঁইপাটের চাকির হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভষ্মিভূত হল বাড়ি, গাড়ি সহ গোডাউন। ঘটনাস্থলে ঘাটাল দমকল বাহিনী ও দাসপুর থানার পুলিশ। শনিবার রাত সাড়ে নটা নাগাদ চাকির হাটে কাশিনাথ চাকি ওরফে বাপন চাকি ডেকোরেটরের গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। আর সেই আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে বাড়ির ভেতর। আগুন লেগে যায় বাড়ির মধ্যে থাকা কয়েকটি গাড়িতেও।
স্থানীয়দের প্রচেষ্টায় আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এলেও, পরে ঘাটাল দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় ৩ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নেভাতে সক্ষম হয়। তবে কী কারনে এই অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত তা জানা যায়নি। এদিকে গতকাল থেকে ওই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দাসপুরের চাকির হাটে এলাকাবাসীদের মধ্যে।