লালবাজারের গেটে আগুন জ্বালিয়ে দিল বিজেপি কর্মীরা

author-image
Harmeet
New Update
লালবাজারের গেটে আগুন জ্বালিয়ে দিল বিজেপি কর্মীরা

নিজস্ব সংবাদদাতাঃ এসএসসিতে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার দুপুরে হাজরায় বিক্ষোভ দেখায় বিজেপি। এদিনের মিছিলটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হচ্ছিল। যদিও অভিযোগ, সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফে। ​



 সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরেন পুলিশ কর্মীরা। এদিকে সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ লালবাজারে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানাতে লালবাজারে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। লালবাজারের গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সেইসঙ্গে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।