জরিমানার টাকা সিপিএমকে ফিরিয়ে দিল তৃণমূল

author-image
Harmeet
New Update
জরিমানার টাকা সিপিএমকে ফিরিয়ে দিল তৃণমূল


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : উলোট পুরাণ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিহাটী অঞ্চলের নরহরিপুর গ্রামে। সিপিএমের অভিযোগ, ২০১১ সালে পরিবর্তনের পর ওই এলাকায় তাদের পার্টির বেশ কয়েকজন কর্মীর কাছ থেকে জরিমানা আদায় করেছিল তৃণমূল। ১১ বছর পর সেই টাকা এবার ফেরত দিচ্ছেন তৃণমূলের ওই নেতারা।

নরহরিপুর গ্রামের ৩ জনকে সেই টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 'ফ্রেশ রাজনীতি করতে চাই, আগে যারা নিয়েছে, তারা ভুল করেছে।' অনুপ পাত্র নামের এক তৃণমূলকর্মী বাড়ি বাড়ি এসে এই কথা বলে এদের পার্টি অফিসে ডেকে সোমবার টাকা ফেরত দেয় বলে অভিযোগ। মাধব সামই ৫ হাজার টাকা, কিংকর মান্না ৩০ হাজার টাকা এবং মদন জানাকে ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে গত ২৫ তারিখ, এমনই দাবি সিপিএমের। তবে তৃণমূলের বক্তব্য, এই টাকা ফেরত দেওয়া হয়েছে অনেক আগেই।