New Update
/anm-bengali/media/post_banners/p7NBuklGnoPRzUcMDo6M.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যাতে কোনও ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য স্থানীয়দের যত দ্রুত সম্ভব জায়গাটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা যাতে নিরাপদে থাকেন, তা নিশ্চিত করতে জাপান সরকারের কর্মকর্তা ও সরকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
#Sakurajimahttps://t.co/ModI7DFrYr
— Anette Selau 🌋♥️ (@AnetteSelau) July 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us