কোভিড বিধি না মানায় ধর পাকড় পুলিশের

author-image
Harmeet
New Update
কোভিড বিধি না মানায় ধর পাকড় পুলিশের

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ কোভিড বিধি না- মানায় আলিপুরদুয়ার পৌর এলাকায় ছয়জন ব্যক্তিকে জরিমানা করলো আলিপুরদুয়ারের পৌরসভা। কোভিড বিধিনিষেধ মেনে মাস্ক পরে সবাই বাইরে বের হচ্ছে কী না এবং দোকান বাজার সঠিক সময়ে খোলা এবং বন্ধ হচ্ছে কি না এসব পর্যবেক্ষণ করার  জন্য আলিপুরদুয়ার কোভিড ডিজাস্টার এনফোর্সমেন্টের অভিযান নিয়মিত চালাচ্ছে । আলিপুরদুয়ার পৌর প্রশাসন, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছেন I প্রতিনিয়ত কোভিড বিধিনিষেধ না মেনে চলার জন্য আটক করা হচ্ছে, ফাইন করা হচ্ছে I সূত্রের পাওয়া খবর অনুযায়ী কোভিড ডিজাস্টার এনফোর্সমেন্টের সুপারভাইজার সুব্রত সরকার  গতকাল রাতে অভিযান চালিয়ে  মুখে মাস্ক না থাকার জন্য ছয় জন ব্যাক্তিকে জরিমানা করেছেন ।পৌরসভা সূত্রে জানাগিয়েছে কোভিড বিধিনিষেধ না মেনে চললে প্রতিনিয়ত আটক করাহবে এবং জরিমানা  করা হবে।