New Update
/anm-bengali/media/post_banners/lVUfag4Mz3b3yCpImx4H.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গত ৫ জুলাই অরুণাচল দেশের কুরুং কুমে কর্মরত ১৯ জন শ্রমীক আচমকাই গায়েব হয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত শুরু করে। ইতিপূর্বে বেশ কয়েক জনের খোঁজ মেলে।
এবার ৫ জন শ্রমীকের মৃতদেহ উদ্ধার হল। হুরি ও তাপার মধ্যবর্তী একটি ঘন জঙ্গল থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ৫ জনের পচা লাশ উদ্ধার করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us