ফের ডিভিসির ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
ফের ডিভিসির ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ

হরি ঘোষ, অন্ডাল : ২ নম্বর জাতীয় সড়ক অন্ডাল মোড়ের ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে ডিভিসির ছাই বোঝাই লরিগুলি এবং সেগুলি ওভারলোডেড অবস্থায় যায়। এছাড়াও তার ওপর ঢাকা থাকে না কোনও ত্রিপল। সে কারণেই রাস্তায় উড়ছে ছাই, ঘটছে দুর্ঘটনা। এমনটাই অভিযোগ অন্ডাল মোড় নাগরিক মঞ্চের। বেশ কিছুদিন আগে একই অভিযোগ তোলে অন্ডাল মোড় নাগরিক মঞ্চের সদস্যরা । ডিভিসির ছাই বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখায় তারা।





ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। তাদের উপস্থিতিতে সেই সময়ের মতো ঘটনার মীমাংসা হয় । ঠিক হয় ছাই বোঝাই লরিগুলি আন্ডারলোডেড হয়ে যাবে এবং তার উপর ত্রিপল ঢাকা দেওয়া থাকতে হবে । বেশ কয়েকদিন নিয়ম মানা হলেও তারপর থেকেই অবাধে ওভারলোডেড ছাই বোঝাযই লরি ত্রিপল ঢাকা না দিয়েই চলাচল করছে বলে অভিযোগ। এই অভিযোগে শুক্রবার বেলা দশটা নাগাদ অন্ডাল মোড়ের জাতীয় সড়কের বাইপাসে গাড়িগুলি আটকে বিক্ষোভে সামিল হয় অন্ডাল মোড় নাগরিক মঞ্চের সদস্যরা ।অন্ডাল মোড় নাগরিক মঞ্চের সদস্য জয়ন্ত ঘোষ জানান, 'এর আগেও আমরা বেশ কয়েকবার ডিভিসি কর্তৃপক্ষকে আবেদন করেছি যে ওভারলোডেড ছাই বোঝাই গাড়ি নিয়ে যাওয়া যাবে না রাস্তার উপর। এছাড়াও ছাই বোঝাই লরির ওপর ত্রিপল ঢাকা দিতে হবে।' কিন্তু তাদের কথায় ডিভিসি কর্তৃপক্ষ কর্ণপাত করেননি এমনটাই অভিযোগ তাদের । তাই শুক্রবার ফের ডিভিসির ছাই বোঝাই গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখাতে বাধ্য হন বলে জানান তারা। তবে, ফের পুলিশের মধ্যস্থতায় এদিনের মতো বিক্ষোভ উঠে যায় ।