নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। খোঁজ মিলল নতুন ‘রঞ্জন’-এর। বাগদার পর এবার নদিয়া। সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরির বিক্রির অভিযোগ তুলে নতুন করে মামলা দায়ের করলেন সুপর্ণা দাস রায় নামে এক মহিলা। তিনি চাকরিপ্রার্থী বলে জানা গিয়েছে। মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, নিজে পেশায় প্রাথমিক শিক্ষক এই সুমন চট্টোপাধ্যায়। নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্য ও দিব্যেন্দু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করতেন সুমন। দাবি করতেন, তিনি কাউকে চাকরি ‘পাইয়ে দেওয়া’র ক্ষমতা রাখেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন সকলের কাছে। টাকা না দিতে পারলে সোনাও নিতেন সুমন। এই সুমনকেই ‘নতুন রঞ্জন’ বলে দাবি করেছেন সুপর্ণাদেবী। এই মর্মে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর এজলাসে মামলার শুনানি হওয়ার কথা দুপুর ৩টে নাগাদ।