পানীয় জলের সংকট মেটাতে জেনারেটর প্রদান

author-image
Harmeet
New Update
পানীয় জলের সংকট মেটাতে জেনারেটর প্রদান

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বন্যার সময় পানীয় জলের সংকট মেটাতে জেলা প্রশাসনের থেকে ঘাটাল পৌরসভাকে দশটি জেনারেটর দেওয়া হল।প্রতি বছর বন্যায় প্লাবিত হয় ঘাটাল পৌর এলাকা। ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ড প্লাবিত হয়। বন্যার জলে ডুবে যায় রাস্তাঘাট,বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় বন্যা কবলিত পৌর এলাকাগুলিকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ফলে পানীয় জলের সংকট চরম আকার ধারণ করে।

 বন্যার সময় পানীয় জলের সংকট মেটাতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রাণীর কাছে আবেদন জানান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তুহিন বাবুর আবেদন রেখে জেলা প্রশাসন ১৩ লক্ষ টাকা মুল্যে ১০ টি জেনারেটর দেন ঘাটাল পৌরসভাকে। জেনারেটরগুলি পাওয়ার ফলে ঘাটাল পৌর এলাকায় বন্যার সময় পানীয় জলের সংকট অনেকটাই মেটানো যাবে বলে দাবি করছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তুহিনবাবু জানান যে বন্যার সময় পৌর এলাকায় নৌকোয় করে নিয়ে যাওয়া হবে এই জেনারেটর গুলিকে। যেসব বাড়িতে সাবমারসিবল রয়েছে, জেনারেটরের মাধ্যমে সেই সাবমার্চেবল চালিয়ে পানীয় জলের সংকট অনেকটাই মেটানো সম্ভব হবে।