New Update
/anm-bengali/media/post_banners/OsMLbMsV86anaJUE5CbZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সংসদের বর্ষাকালীন অধিবেশনে হইহট্টগোল থামতেই চাইছে। লোকসভা ও রাজ্যসভায় আজ আরও একবার হট্টগোল দেখা যায়, যার পরে দুপুর ১২ টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। ​
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেছেন, অধীর রঞ্জন চৌধুরীর নাম অধীর হলেও তাঁর মন বধীর হয়ে গিয়েছে। তারা তাদের মনকে এমনভাবে পরিচালনা করে যা পুরো দেশকে অপমান করে। তিনি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। তিনি প্রেসিডেন্টকে অপমান করেছেন। তাদের উচিত তাদের পদ ত্যাগ করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us