নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি কখনও রোল মেঘ দেখেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি মেট্রোপলিটান শহর চ্যাম্পেইন-আরবানা অতিক্রম করেছে পাগলের মতো একটি রোল মেঘ। স্থানীয়রা যারা মেঘটি দেখেছিলেন তারা মেঘের আশ্চর্যজনক রূপ অবাক হয়ে যান।
বিস্ময়কর মেঘের এক বিরল চেহারা দেখতে পান মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের মানুষরা। কিন্তু তাতে অবশ্য কোনও বৃষ্টি হয়নি।