New Update
/anm-bengali/media/post_banners/4tzfcF1Cgit0Qj4qzYYA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করণ জোহারের পরবর্তী ছবি ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিংয়ের লোকেশন দেখতে দিল্লীতে পাড়ি দিলেন করণ জোহার এবং ছবির অভিনেতা রনভীর সিং। এই ছবিতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন।, শাবান আজমি। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। তবে ছবি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us