মন্ত্রীত্বের পর তৃণমূলেরও সব পদ হারালেন পার্থ চট্টোপাধ্যায়

author-image
Harmeet
New Update
মন্ত্রীত্বের পর তৃণমূলেরও সব পদ হারালেন পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতারীকৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই মন্ত্রীত্ব থেকে অপসারিত করেছে রাজ্য সরকার। তার দায়িত্বে থাকা তিনটি দফতরই এখন থেকে সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেবে সেই দিকেই তাকিয়ে ছিল সকলে। এবার তৃণমূল ভবনে দলের শৃঙ্খলা কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন সাপপন্ড করা হল পার্থকে। তৃণমূলের মহাসচিবের পদ ছাড়া দলের মুখপত্রের সম্পাদক সহ মোট ৫টি পদ হারালেন পার্থ।



 



বৃহস্পতিবারের বৈঠকে ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অভিষেক সাফ জানান,'সাধারণের সঙ্গে অবিচার হলে আপোশ নয়।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। কেউ অন্যায় করলে তৃণমূল রেয়াত করবে না। দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি হোক। তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, কীভাবে এত কালো টাকা উদ্ধার হচ্ছে? এর উৎসস্থল কী?'