এসএসসি-তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপি

author-image
Harmeet
New Update
এসএসসি-তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি-তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ও রাজ্যজুড়ে চলতে থাকা বিবিধ কেলেঙ্কারির প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখাল বঙ্গ বিজেপি। এই উপলক্ষে কলকাতার কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত একটি মিছিলও করে গেরুয়া শিবিরের সমর্থকরা। এদিনের মিছিলে জনতার সমাগম ছিল দেখার মতো। 



এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় ও অনেক কার্যকর্তা। রাজ্য বিজেপি সূত্রে খবর, মিছিলটিকে বেশ কয়েকটিকে জেলা সংগঠনের ভাগে ভাগ করা হয়েছে। 

রাহুল সিনহা বলেন, ‘এতদিন আমরা শুনেছি লোকেরা ভোটের ফলাফলের জন্য রাত জেগে থাকেন। তবে কালকে আমরা দেখলাম টাকার ফলাফল কী দেখার জন্য মানুষজন রাতভর অপেক্ষা করছে। একুশ পার হয় নাকি একুশের নিচে থাকে। এই অবস্থা বাংলায় কখনও ছিল না। যে ভেলকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এরপর কোন মুখে কথা বলেছেন? আমি পরিস্কার বলছি। এই টাকা তৃণমূলের টাকা। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় উপলক্ষ মাত্র। এই টাকার একটা অংশ বেরিয়েছে মাত্র। হাজার কোটি টাকাও বেরিয়ে যেতে পারে। এগুলো সব চুরির টাকা।’