উহানে আবারও করোনা, ১০ লাখ মানুষ লকডাউনে

author-image
Harmeet
New Update
উহানে আবারও করোনা, ১০ লাখ মানুষ লকডাউনে

নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে আবারও কঠোর লকডাউন জারি করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়াংজি জেলায় কয়েকজনের দেহে করোনার উপস্থিতি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  জানা গেছে, সংক্রমণ রোধে জিয়াংজিয়ের ১০ লাখ বাসিন্দাকে আগামী তিনদিন ঘরে অথবা কমপাউন্ডে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। করোনায় আক্রান্তের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কোথাও শনাক্তের খবর মিললেই ওই এলাকার কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে আসছে চীন। দেশটিতে প্রথম করোনার উৎপত্তিস্থল হলেও অন্যান্য দেশের তুলনায় কোভিডে মৃত্যুহার অনেকটাই কম। কিন্তু সরকারের আকস্মিক লকাডাউন নীতির ফলে ব্যবসা-বাণিজ্যে বেশ প্রভাব পড়ছে বলে দাবি চীনা ব্যসায়ীদের।