New Update
/anm-bengali/media/post_banners/W1qYPX2iwmJQhVk2kh70.jpg)
নিজস্ব প্রতিনিধি-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতি ও শুক্রবার গুজরাট ও তামিলনাড়ু সফর করবেন।প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার নিজ রাজ্যে সবরকাঁথা সফর করবেন যেখানে তিনি গধোদা চৌকিতে সাবার ডেইরির একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।সন্ধ্যায়, প্রধানমন্ত্রী চেন্নাই ভ্রমণ করবেন এবং JLN ইন্ডোর স্টেডিয়ামে ৪৪ তম দাবা অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করবেন।পরদিন সকালে তিনি আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২তম সমাবর্তনে যোগ দেবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us