সোমালিয়ায় বোমা হামলা, নিহত ১৯

author-image
Harmeet
New Update
সোমালিয়ায় বোমা হামলা, নিহত ১৯

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সোমালিয়ার ২ টি শহরে বোমা হামলা চালানো হয়। যার ফলে নিহত হয়েছেন ১৯ জন। আহত হয়েছেন আরও ২৩ জন। প্রথমে সোমালিয়ার লেয়ার শাবেল অঞ্চলের মার্কা শহরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আহত হন এবং ৫ জন আহত হন। 



Mogadishu bombings: Man executed on Somalia blast anniversary - BBC News


পরে এই অঞ্চলের আফগোয়ে শহরে ফের বোমা হালমা হলে ৬ জন নিহত হন এবং ১৮ জন আহত হন। ঘটনার তদন্ত শুরু করেছে সোমালিয়া পুলিশ।