New Update
/anm-bengali/media/post_banners/475T8XVHKYiiaguua7sc.jpg)
নিজস্ব প্রতিনিধি-মুক্তির দিন এবার এগিয়ে ২৬ থেকে ২৫ করা হয়েছে। অর্থাৎ পরিচালক পাভেলের ছবি 'কলকাতা চলন্তিকা' আগামী ২৫ শে আগস্ট মুক্তি পাচ্ছে।এই ছবির পরিপ্রেক্ষিতে পরিচালক পাভেল বলেন, মানুষের উদ্দীপনা আর ভালোবাসা দেখেই ২৬ নয় ২৫ শে মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'।
ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, ওরফে বং গাই, অনামিকা সাহা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us