নিজস্ব সংবাদদাতা: সিঙ্গাপুর থেকে শীঘ্রই দেশে ফিরবেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। মঙ্গলবার এমনই দাবি করেন শ্রীলঙ্কা মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুণবর্ধণে। কিন্তু আদৌ তা হবে কিনা, তা নিয়ে সন্দেহ বাড়ছে দ্বীপরাষ্ট্রে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সিঙ্গাপুরে থাকার মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়িয়েছেন তিনি। প্রসঙ্গত ১৪ জুলাই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যান গোতাবায়া রাজাপক্ষে। ওই সময় ১৪ দিনের জন্যে সিঙ্গাপুরে থাকা অনুমতি পেয়েছিলেন তিনি। কিন্তু সেই মেয়াদ বেড়ে যাওয়ায় ১১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট।