নিজস্ব সংবাদদাতাঃ অসমীয়া ভাষার বিখ্যাত লেখক অতুলানন্দ গোস্বামী গুয়াহাটি মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গত সপ্তাহ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে অসমীয়া সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। অতুলানন্দ গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শোক বার্তাও প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন- "বিশিষ্ট লেখক শ্রী অতুলানন্দ গোস্বামীর মৃত্যুতে আমি শোকাহত। তার কাজ ব্যাপকভাবে সমাদৃত এবং এর বৈচিত্র্য এবং সংবেদনশীলতার জন্য প্রশংসিত হয়েছিল।"