New Update
/anm-bengali/media/post_banners/SVF9kCgRE74oeqzeyKJ5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে সামগ্রিকভাবে দেশের বৃষ্টির পরিমাণ স্বাভাবিক ছিল। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে অতিরিক্ত বৃষ্টিপাত এবং মধ্য ভারতে কম বৃষ্টিপাতের পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটা বলা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, 'বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। ১৯৭১-২০২০ সালের তথ্যের উপর ভিত্তি করে জুন মাসের বৃষ্টিপাতের এলপিএ (Long Period Average ) ১৬৫.৪ মিমি। জুন মাসে বৃষ্টিপাত স্বাভাবিক বলে মনে করা হয় যদি এটি এলপিএ'র ৯২% থেকে ১০৮%-এর মধ্যে থাকে।"
Monsoon rainfall had been normal during June 2022: Centre
Read @ANI Story | https://t.co/X00og5MkBI#Mansoon#Centre#Rainfallpic.twitter.com/KYBMVMeJaY— ANI Digital (@ani_digital) July 27, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us