অসমে জাপানি এনসেফ্যালাইটিসে মৃত ৪৪

author-image
Harmeet
New Update
অসমে জাপানি এনসেফ্যালাইটিসে মৃত ৪৪

নিজস্ব সংবাদদাতাঃ জাপানি এনসেফ্যালাইটিসের সংক্রমণ নিয়ে ফের আতঙ্ক ছড়াল ভারতে। জাপানি এনসেফ্যালাইটিস ইতিমধ্যেই ৪৪ জনের প্রাণ কেড়েছে বলে খবর। অসম জুড়ে থাবা বাসতে শুরু করেছে জাপানি এনসেফ্যালাটিস। রিপোর্টে প্রকাশ, অসমে ভয়াবহ বন্যার পরই সে রাজ্যে জাপানি এনসেফ্যালাইটিসের প্রকোপ আরও বাড়তে শুরু করে। গত ২৪ ঘণ্টায় জাপানি এনসেফ্যালাইটিস ৩ জনের প্রাণ কেড়েছে বলে খবর। নগাঁও এবং চিরাং জেলাতে জাপানি এনসেফ্যালাইটিস গত ২৪ ঘণ্টায় ২ জনের প্রাণ কাড়ে। নগাঁও এবং চিরাংয়ের পাশাপাশি তিনসুকিয়া, জোরহাট এবং কামরূপ জেলাতেও জাপানি এনসেফ্যালাইটিসের প্রকোপ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে ন্যাশনাল হেলথ মিশন। জানা যাচ্ছে, গত ২৬ দিনে অসমের বিভিন্ন জেলায় ২৭৪টি জাপানি এনসেফ্যালাইটিস সনাক্ত করা হয়েছে।