New Update
/anm-bengali/media/post_banners/lCrBpjuCmqrduby897KK.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ কয়েকদিন আগে বাঁকুড়া উত্তর খন্ডের পোস্টঅফিস ইন্সপেক্টর বিজন রায় ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল পলাশী শাখা পোস্টঅফিসের পোস্টমাস্টার অতনু সাহুর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দু'জন গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন তিনি। তদন্ত শুরু করার পর গতকাল রাতে ইন্দাস থানা অতনু সাহুকে গ্রেফতার করে। আজ তাঁকে পুলিশ রিমান্ডের আবেদন-সহ বিষ্ণুপুর আদালতে পাঠানো হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us