অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা !

author-image
Harmeet
New Update
অকথ্য অত্যাচার চালাচ্ছে পাক সেনা !

নিজস্ব সংবাদদাতা: চিন এবং পাকিস্তানের অশুভ শক্তির মোকাবিলা করতে পারে একমাত্র ভারত। দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া বালুচিস্তানের সাধারণ মানুষের চিন্তা কেউ করার প্রয়োজন মনে করে না। জোর করে এই অঞ্চল দখল করার পর থেকে পাক সেনা নিয়মিত অত্যাচার এবং দমন পীড়ন চালিয়ে এসেছে। বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রচারে সম্প্রতি দিল্লি আসেন অধ্যাপিকা নায়েলা কাদরি।শনিবার যন্তর-মন্তরে তিনি বলেন, বালুচিস্তানে গৃহযুদ্ধ চলছে। শিশু থেকে কিশোর, পুরুষ হোক বা মহিলা সবাই সেখানে স্বাধীনতা আন্দোলনের লড়াইতে নেমেছেন। এই লড়াইতে বালুচিস্তানের পাশে দাঁড়াক ভারত। তবেই পাক সন্ত্রাস মুক্ত হবে দক্ষিণ এশিয়া। এর পাশাপাশি ‘চিন পাকিস্তান অর্থনৈতিক করিডোর’ বা সিপিইসি নিয়েও পাক সরকারকে এক হাত নিয়েছেন এই অধ্যাপিকা।