নিজস্ব প্রতিনিধি-বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং মঙ্গলবার তার প্রথম প্যান ইন্ডিয়া গান 'মাশুকা'-র হিন্দি সংস্করণ প্রকাশ্যে এনেছেন।ইনস্টাগ্রামে অভিনেত্রী সেই পেপি ট্র্যাকের টিজারটি শেয়ার করেছেন।মাশুকা গানটি ২৯ শে জুলাই তেলেগু ভাষায় মুক্তি পাবে, এবং ১লা আগস্ট তামিল ভাষায়।
গানটি গেয়েছেন আসিস কৌর এবং দেব নেগি, গানটি একটি ডান্স ট্র্যাক যা জাস্ট মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।