নিজস্ব সংবাদদাতাঃ রিওতে (Rio Olympics) যা পারিনি টোকিওয় (Tokyo Olympics) সেটাই করে দেখাব বলেছেন মীরাবাই চানু। টোকিওতে ভালো ফল করার জন্য আমেরিকায় বিশেষ ট্রেনিং নিয়েছেন মীরাবাই। আত্মবিশ্বাসী মীরাবাই টোকিওয় পদক জিতেই ছাড়বে। এমনটা জানিয়েছেন মীরাবাই নিজে।