New Update
/anm-bengali/media/post_banners/1rNOfcUx5CZO1vBpJgfs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বার্মিংহামে শুরু হতে চলা কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়িয়েছেন নীরজ চোপড়া। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন গেমস চ্যাম্পিয়ন চোপড়া কুঁচকিতে চোট পেয়েছিলেন। পরের দিন তাঁর এমআরআই স্ক্যান করা হয়। চিকিৎসকরা তাঁকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা।
Neeraj Chopra injured and pulls out of the Commonwealth Games!
Wishing him a fast recovery!#NeerajChopra— Gautam Govitrikar DMD (@Gautaamm) July 26, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us