নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিনের কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়েছে আমজনতার। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৭।
২৩৮ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ২ হাজার ৭৫৯ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ৮৬ হাজার ৪৮৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ।