/anm-bengali/media/post_banners/gY655ZHJTe0gwudIY6as.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আকাশে দেখা যাচ্ছে গোলাপি আভা। গাঢ় গোলাপি রঙে ঢেকে গিয়েছে আকাশ। অস্ট্রেলিয়ায় আকাশে এমন রঙ দেখে অনেকেই প্রথমে তা ভিনগ্রহের বাসিন্দাদের কাজ বলে মনে করেছিলেন। কিন্তু পরে জানা গিয়েছিল ওই এলাকায় রয়েছে একটি বিশাল বড় ক্যানাবিস ফার্ম (Canabis Farm) বা গাঁজার চাষের এলাকা। সেখান থেকেই এসেছে ওই আলো। ভালো গাঁজার চাষের জন্য নাকি বিশেষ ধরনের আলো লাগে। যেমন, গাঁজা গাছের বৃদ্ধির জন্য এবং ফুল আসার সময়ে লাল আলোর ব্যবহার করা হলে চাষ ভাল হয়। সেই রকমই একটি কারণে আলোর ব্যবহার করা হয়েছিল। ওই এলাকায় যে ওষুধ সংস্থা ওই চাষ করে, সেই সংস্থা ক্যান গ্রপ (Cann Group)-এর তরফে জানানো হয়েছে।
​
তবে সংস্থার তরফে এই টুইট করার আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছেয়ে গিয়েছিল গোলাপি আলোর ওই ছবি। তার সঙ্গে আলোর পিছনের কারণ হিসেবে বিভিন্ন থিয়োরিও তৈরি করা শুরু হয়েছিল। তার মধ্যে রমরমিয়ে চলেছে পৃথিবীতে ভিনগ্রহীদের পা রাখার দাবিও।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us