নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন সমাজবাদীবাদীর সাংসদ চৌধুরী হরমোহন সিং যাদবের দশম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, 'আজ আমাদের গণতন্ত্রের জন্য একটি খুব বড় দিন যেহেতু নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন৷ স্বাধীনতার পর প্রথমবারের মতো, আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা আমাদের দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন।'
তিনি আরো বলেন, 'জরুরী অবস্থার সময় দেশের গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়লে সব প্রধান দল একত্রিত হয়ে সংবিধান রক্ষার লড়াইয়ে নামে। চৌধুরী হরমোহন সিং যাদব জিও সেই সংগ্রামের একজন লড়াকু সৈনিক ছিলেন।প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব কোনো দল বা ব্যক্তির বিরোধিতা করা যেন দেশের বিরুদ্ধে না হয়। মতাদর্শের নিজস্ব জায়গা আছে কিন্তু, দেশ প্রথম, সমাজ প্রথম, জাতি প্রথম।'