নিজস্ব সংবাদদাতা : নির্দেশনামা সংশোধনের আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। নির্দেশ নামা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি জানিয়েছেন তিনি। ফআইআরে নাম থাকা অভিযুক্তদের টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
তল্লাশিতে আইনজীবী হাজির না থাকার অভিযোগ সম্ভবত মিথ্যা, এই অংশও মোছার আর্জি। ক্যাবিনেট মন্ত্রীর চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর সম্ভাবনার প্রসঙ্গ মোছার আর্জি। হাজার হাজার যোগ্য প্রার্থীদের চোখের জলে অভিশপ্ত হওয়ার প্রসঙ্গও মুছে দেওয়ার আর্জি।