CWG 2022: কমনওয়েলথে কলকাতার সুমিতের সামনে বড় পরীক্ষা

author-image
Harmeet
New Update
CWG 2022: কমনওয়েলথে কলকাতার সুমিতের সামনে বড় পরীক্ষা

নিজস্ব সংবাদদাতাঃ কমনওয়েলথ গেমস বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে নজরে থাকবে ভারত। গেমসের এই বিভাগে ভারতের একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী বক্সার বিজেন্দর সিং পদক জিতে ভেঙেছিলেন ডেডলক। 



২০১০ সালের দিল্লি এবং ২০১৪ সালে গ্লাসগোতে যথাক্রমে ব্রোঞ্জ এবং তারপরে রুপোর পদক জিতেছিলেন। বিকাশ কৃষ্ণ যাদব ২০১৮ সালের গোল্ড কোস্টে সোনা জিতেছিলেন। এখন বার্মিংহামে, বিকাশের স্বর্ণপদক রক্ষার দায়িত্ব পড়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (বিএফআই) সুমিত কুন্ডুর উপর। ১৯ বছর বয়সী এই যুবকের জন্য এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে পারে।